শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

বাগদান করলো ‘স্পাইডারম্যান’ জুটি জেনডায়া-টম হল্যান্ড

রিপোর্টারের নাম / ১৫ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

হলিউডের জনপ্রিয় কাপল স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ড ও জেনডায়া। গুঞ্জন উঠছে দীর্ঘদিন প্রণয়ের পর এবার বাগদান সেড়েছেন তারা।

রবিবার (৫ জানুয়ারি) গোল্ডেন গ্লোবের অনুষ্ঠানে ‘চ্যালেঞ্জার্স’ সিনেমার প্রধান ভূমিকার শিল্পী হিসেবে রেড কার্পেটে হাঁটেন জেন্ডেয়া। সেখানে তার বাম হাতের অনামিকা আঙুলে বড় হীরা খচিত আংটি দেখা যায়। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, বাগদান সেরেছেন জেন্ডেয়া ও টম হল্যান্ড।-বিনোদন তোলপাড়।

তাদের বাগদান নিয়ে খবর প্রকাশ করেছে নিউ ইয়ার্ক পোস্ট ও সেলিব্রেটি নিউজ সাইট টিএমজেড।

জানা যায়, টম ও জেনডেয়া অন্য সবার মতোই ক্রিসমাসের সময় যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটান। তখনই ক্রিসমাস থেকে নিউ ইয়ার ইভের মধ্যে একদিন জেনডেয়াকে মনের কথা জানান টম। সেখানেই বাগদান পর্ব সম্পূর্ণ হয়।

এখনও পর্যন্ত জেনডায়া এবং টম এই গুঞ্জন সম্পর্কে কিছু বলেননি। তবে সম্প্রতি টম হল্যান্ড মজা করে এক সাক্ষাৎকারে বলেন, ‘সবাই এটা নিয়ে আলোচনা করতে পছন্দ করে। আমরা এক রুমে একসাথে থাকি। আরও অনেককিছু। আমি এতে ভাবছি না।’

প্রসঙ্গত, ২০১৭ সালে মার্ভেল স্টুডিও-র সিনেমা ‘স্পাইডারম্যান- হোমকামিং’ সিনেমায় কাজ করার সময় টম-জেন্ডেয়ার বন্ধুত্ব শুরু হয়। ধারণা করা হয়, সিনেমার কাজ চলাকালেই তাদের মধ্যে ঘনিষ্টতা বাড়ে, যদিও, তারা নিজেদের খুব ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিতেন। পরবর্তীতে ২০২১ সালে তাদের ঘনিষ্ট কিছু মুহূর্তের ছবি সামনে আসে। তখন থেকেই সকলে প্রায় নিশ্চিত হয়ে যায় তাদের সম্পর্কের ব্যাপারে। অবশ্য সে বছরের সেপ্টেম্বরেই ইন্সটাগ্রামে তারা সম্পর্কের কথা স্বীকার করে।

উল্লেখ্য, ক্রিস্টোফার নোলানের আগামী সিনেমা ‘ওডিসি’তে একসঙ্গে দেখা যাবে টম হল্যান্ড এবং জেনডেয়াকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর