শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

বাবাজি

রিপোর্টারের নাম / ৪২ টাইম ভিউ
Update : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫


নুর ই আল সাহাত চৌধুরী
ডোমার-নীলফামারী

আচ্ছা বাবাজি শুনেন দেখি,
হুম বলেন ঠাকুর জি?
এ বছরে বিয়ের কথা ছিল
তা তো বটে, তবে হবে না যে,
কেন বাবাজি কোন সমস্যা ?
তেমন কিছু না
তবে কি হয়েছে?
পাইনি যে বিয়ের পাত্রি,
তা তো আগে বলবেন বাবাজি ,
কেন ঠাকুর জি আছে নাকি ?
কেমন পাত্রি যাই?
যা অপূর্ব সুন্দরী ,
কেমন সুন্দরী?
যা এ গ্রামের মানুষ আগে দেখেনি,
আচ্ছা বাবাজি আসেন তাহলে রসুলপুর ,
তা যে অনেক দুর,
তা তো বটে ,
গেলে কি দেখা মিলবে?
জি বাবাজি।
দেখতে সে কেমন ?
যা তুমি যাইছো মনের মতন
তাহাই পাবে বাবাজি,
আচ্ছা সময় করে যাব রাসুলপুর
সজা ওই পথ ধরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর