কুড়িগ্রামে তাপদাহে মানুষের জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ

সংবাদদাতা,কুড়িগ্রাম:
কুড়িগ্রাম জুড়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। চরম দুভোর্গে পড়েছে এ অঞ্চলের মানুষ। গত এক সপ্তাহ থেকে প্রচন্ড গরমে জনজীবন হয়ে পড়েছে দুর্বিষহ। শুক্রবার(১৩জুন) জেলার তাপমাত্রা ৩৬দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে। রাস্তা ঘাটে মানুষের চলাচল কমে গেছে, কর্মজীবী মানুষও নানা সমস্যায় পড়ছেন। প্রচন্ড গরমের কারণে মানুষ দিনের বেলা চললেও রাতে তীব্র গরমে কাহিল হয়ে পড়ছে। অনেকেই গরমের কারণে বিনিদ্র রাত কাটাচ্ছে। প্রচন্ড গরমের কারাণ শহর ও গ্রামের অধিকাংশ বাড়িতেই সর্দি জ্বর শ্বাস কষ্ট দেখা দিয়েছে। বিশেষ করে শিশু আর বৃদ্ধরা কাহিল হয়ে পড়েছে।
কুড়িগ্রাম ও তার আশে পাশে প্রখর রোদের কারণে শ্রমজীবি মানুষরা কাজ করতে পারছে না। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও নির্মাণ শ্রমিকরা। কেউ কেউ গরমের তীব্রতায় বারবার কাজ থামিয়ে গাছতলা বা টিনের ছাউনির নিচে আশ্রয় নিচ্ছেন। অতিরিক্ত গরমে শরীরের পানি ও লবণের ঘাটতিজনিত নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও জানা গেছে। শহর একদম ফাঁাকা হয়ে আছে। যানবাহন চলাচল করছে কম। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। কুড়িগ্রাম সদর হাসপাতালের আরও এমও ডাঃ শাহীন সর্দার জানিয়েছেন তীব্র এই গরমে বেশী বেশী পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন।
রাজারহাট আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল রায় জানান, বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম আরও বেশি অনুভূত হচ্ছে। এই মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে।