ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উদ্যাপন উপলক্ষ্যে নীলফামারী শিশু একাডেমির বিভিন্ন কর্মসূচি
পিআইডি, রংপুর:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উদ্যাপন উপলক্ষ্যে নীলফামারী শিশু একাডেমি উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। বৃহস্পতিবার (২৪শে জুলাই) নীলফামারী শিশু একাডেমিতে জেলাপ্রশাসন ও নীলফামারী শিশু একাডেমি যৌথভাবে এসব প্রতিযোগিতার আয়োজন করবে।
কর্মসূচি অনুযায়ী, দুপুর ২:৩০ মিনিটে ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘রক্তাক্ত জুলাইয়ের গণঅভ্যুত্থান’ শীর্ষক রচনা প্রতিযোগিতা (৪০০ শব্দের মধ্যে) অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ৩:০০ টায় ‘ক’ গ্রুপ (শিশু শ্রেণি থেকে ২য় শ্রেণি) ও ‘খ’ গ্রুপ (৩য় থেকে ৫ম শ্রেণি) প্যাস্টেল রং ব্যবহার করে রক্তাক্ত জুলাই এর গণঅভ্যুত্থানের দৃশ্যের চিত্রাঙ্কন বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এছাড়া বিকাল ৪:০০ টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
উল্লেখ্য, রচনা প্রতিযোগিতার জন্য কাগজ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য কার্টিস পেপার ব্যতীত অন্যান্য উপকরণ সঙ্গে আনতে হবে। শিক্ষার্থীদের যথাসময়ে নীলফামারী বাংলাদেশ শিশু একাডেমিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নীলফামারী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: মোস্তাক আহম্মেদ স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়।









ঢাকা অফিস:
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফার্মগেট ঢাকা-১২১৫ ।