হজ নিবন্ধনের দিন শেষ, হচ্ছে না কোটা পূরণ


চলতি বছরের হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ রোববার (১২ অক্টোবর)। তবে এখন পর্যন্ত আশানুরূপ সাড়া না মেলায় বাংলাদেশের জন্য বরাদ্দ ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর কোটা পূরণ না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার (১১ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ২ হাজার ৯১২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ হাজার ১০৫ জন, মোট ২২ হাজার ১৭ জন। অর্থাৎ মোট কোটার মাত্র প্রায় ১৫ শতাংশ পূরণ হয়েছে।-খবর তোলপাড়।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, সৌদি সরকারের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী রোববারই (১২ অক্টোবর) হজ নিবন্ধনের শেষ দিন। এ কারণে হজ এজেন্সিগুলোকে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজযাত্রীদের সুবিধার্থে শনিবারও হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা রাখা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো এক নোটিশে বলা হয়েছে, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’-এর আওতায় প্রতিটি এজেন্সিকে কমপক্ষে ৪৬ জন হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন করতে হবে। যৌক্তিক কারণ ছাড়া এই শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দেখা গেছে, ৩২৯টি তালিকাভুক্ত এজেন্সি কোনো হজযাত্রী নিবন্ধন করেনি এবং ৪৮টি এজেন্সি কোনো প্রাক-নিবন্ধনও শুরু করেনি।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, “অনেকে সম্প্রতি ওমরাহ পালন করায় হজে আগ্রহ কম দেখাচ্ছেন। অনেকে আবার মনে করছেন, ওমরাহ করলে আর হজের প্রয়োজন নেই—এই ভুল ধারণাও একটা কারণ।” তিনি আশা প্রকাশ করেন, শেষ সময়ে নিবন্ধনের সংখ্যা কিছুটা বাড়বে।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে পবিত্র হজ।