শুভ বড়দিন
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ বৃহস্পতিবার(২৫ডিসেম্বর)। খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছর ২৫ ডিসেম্বর দিনটি উদযাপন করা হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বড়দিন পালন করছেন। এ উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশের গির্জাগুলো সাজানো হয়েছে আলোকসজ্জায়। গত রাত থেকেই বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।-খবর তোলপাড়।
বড়দিন উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। দিনটি ঘিরে অনেক খ্রিষ্টান পরিবারে বিশেষ খাবার ও কেক প্রস্তুত করা হচ্ছে। এছাড়া ধর্মীয় সংগীত ও কীর্তনের আয়োজন করা হয়েছে বিভিন্ন স্থানে।
বড়দিনে আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই গ্রামের বাড়িতে যাচ্ছেন। রাজধানীর তারকা হোটেলগুলোতেও ক্রিসমাস ট্রি ও সান্তা ক্লজের সাজে আলোকসজ্জা করা হয়েছে।
খ্রিষ্টান সম্প্রদায়ের বিশ্বাস, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই যিশুখ্রিষ্টের পৃথিবীতে আগমন হয়েছিল।









Chief Editor-Dipali Rani Roy