উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পীরগঞ্জে বিদায় সংবর্ধনা ও দায়িত্বভার গ্রহণ
সংবাদদাতা, পীরগঞ্জ( ঠাকুরগাঁও):
বৃহস্পতিবার ১১জুলাই পীরগঞ্জ উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের পরাজিত দুই ভাইস চেয়ারম্যান কে বিদায় সংবর্ধনা ও নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান আনুষ্ঠানিক ভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করেন। উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আখতারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মীম ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম দায়িত্বভার গ্রহণ করেন।
এছাড়া নির্বাচনে পরাজিত ভাইস চেয়ারম্যান সুকুমার রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায় বিদায় নেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। ওই সময় উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সহকারী কমিশনার (ভূমি) এন.এম ইশফাকুল কবীর, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানা অফিসার ইনচার্জ খায়রুল আনাম (ডন), ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মীম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম, বিদায়ী ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, ইউ’পি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতি দলের নেতাকমীর্, সুশীল সমাজ, সংবাদ কমীর্ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।