বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:২৪ অপরাহ্ন
এক নারী ধরে বহু রুপ,
কথা ব’লে না বেশী।
থাকে শুধু অধীর অপেক্ষায় চুপ,
হউক তবে আরও দেরি।
এক নারী ধরে বহু রুপ,
থাকে শুধু অধীর অপেক্ষায় চুপ।
কখনো বা নারী, কখনো মা,
কখনো সাজে প্রেমিকা,
কখনো বা সাজে সেবিকা।
সাজে কখনো বা স্নেময়ী।
কখনো সাজে নেত্রী,
কখনো বা গৃহ কত্রী।
কখনো সাজে ছাত্রী,
কখনো সাজে পাত্রী।
এক নারী ধরে বহু রুপ,
থাকে শুধু অধীর অপেক্ষায় চুপ।
এক নারী কখনো হয় জননী,
কখনো বা হয় শ্বাশুরী।
কখনো কারো হয় দাদি,
কখনো বা কারো হয় নানী।
কখনো রূপ ধরে গায়িকা,
কখনো রুপ ধরে নায়িকা।
এক নারী ধরে বহু রুপ।
এভাবেই তৈরি পৃথিবী,
আসছে চলে আবহমান,
কাল ধরে যুগ যুগ।
—তরুন কবি।
তারিখ : ০৯|০৩|২০২৩ ইং।