সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দিনাজপুরে ভবেশ রায়ের মৃত্যুকে নিয়ে ভারত-বাংলাদেশ বিতর্ক, কী ঘটেছিলো ? বৃদ্ধি পেল নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের সময় শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি নারী নিয়োগের আহ্বান বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশ্বকাপে বাংলাদেশ, জিতেও উইন্ডিজদের স্বপ্নভঙ্গ দিনাজপুরে ভবেশের মৃত্যুকে ‘পদ্ধতিগত হত্যা’ বলছে নয়া দিল্লি ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’ ওসির পোস্ট দিনাজপুরে পিকআপের ধাক্কায় মারা গেল এসএসসি পরীক্ষার্থী চীনা হাসপাতাল নীলফামারীতে শ্রীবরদীর কাকিলাকুড়াতে হাজী সমাবেশ অনুষ্ঠিত পুলিশের মনোবল ফেরাতে এবং কাজের পরিবেশ ফিরিয়ে আনতে পিরোজপুর পুলিশ সুপারের নানা উদ্যোগ

ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি জানিয়েছে ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম / ৮৮ টাইম ভিউ
Update : রবিবার, ১২ মে, ২০২৪

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে তিনি আসছেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

রবিবার (১২ মে) বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।-খবর তোলপাড় ।

ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু বাংলাদেশের সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন। বিএনপি মনে করেছে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কি না। এই ধরনের উদ্ভট চিন্তা করছে।

তিনি বলেন, বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন মানে অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল। অসত্য বলা বিএনপি নেতাদের মৌলিক চরিত্র। সরকার পরিচালনা করছে জনগণের সরকার। অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা বিএনপির চরিত্র। বিএনপির সময় হাওয়া ভবন থেকে সরকার পরিচালনা হতো।

অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে মির্জা ফখরুলের এমন বক্তব্যের পুরোপুরি ব্যাখ্যা চেয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোন অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে তা বিএনপিকে জানাতে হবে। প্রতিদিন বিএনপি মিথ্যাচার করছে। বিএনপি কালো চশমা পরে মিথ্যাচার করছে।

তিনি বলেন, খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বিএনপির এমন দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোন সেক্টরে খালেদা জিয়া যুদ্ধ করছিলেন যে তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা।

কাদের বলেন, বিএনপি নির্বাচনে জয়ের নিশ্চয়তা দিবে এমন নির্বাচন কমিশন চায়। আর তা না পেয়ে তারা নির্বাচন ও কমিশন নিয়ে সমালোচনা করে।

তিনি আরও বলেন, দুর্নীতির বরপুত্র তারেক রহমানের অনুমোদন ছাড়া কিছু হতো না। ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র হাওয়া ভবন থেকে হয়। অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর