মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন

প্রকাশ্যে এলো আলিয়ার ‘জিগরা’

রিপোর্টারের নাম / ৬৮ টাইম ভিউ
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

প্রকাশ্যে এলো আলিয়া ভাট অভিনীত আসন্ন সিনেমা ‘জিগরা’র ট্রেলার। যেখানে তার সঙ্গে দেখা যাবে উঠতি তারকা বেদাং রায়নাকে। আড়াই মিনিটের ট্রেলারে ভাই-বোনের চরিত্রে দেখা গেছে বেদাং ও আলিয়াকে। ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়েছেন তারা। আত্মীয়দের কাছে অযত্নে মানুষ। সেই ভাই বিদেশে পুলিশের হাতে গ্রেফতার। আর ভাইকে ছাড়িয়ে আনতে অসাধ্য সাধন করতে প্রস্তুত তার বোন।-বিনোদন তোলপাড়।

পুরো ট্রেলার জুড়ে অ্যাকশন অবতারে দেখা গেছে আলিয়াকে। অভিনেত্রীকে কখনও দেখা গেছে বুলেট ছুঁড়তে, কখনও মারামারি করতে, আবার আবার গাড়ি নিয়ে স্টান্ট করতে।

একটি ডায়লগ রয়েছে, ‘এখন আর হিরো হওয়ার দরকার নেই, এখন বেঁচে বেরোতে হবে’। তাতে আলিয়ার চরিত্র বলছে, ‘এখন হিরো তো আমি হবই’। সেই সঙ্গে ট্রেলার জুড়ে ব্যবহার করা হয়েছে, ‘ফুলো কা তারকা, সাবকা কেহেনা হ্যায়, এক হাজারো মে মেরি বেহেনা হ্যায়’ গানটি। যা কিশোর কুমারের গাওয়া, দেব আনন্দের সিনেমা হরে ‘রাম হরে কৃষ্ণ’ ছবিতে প্রদর্শিত হয়েছিল।

ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘জিগরা’র প্রযোজনাতে রয়েছে ইটারনাল সানশাইন প্রোডাকশনসও। সিনেমাটির পরিচালনা করেছেন ভাসান বালা। এই নির্মাতা আগে ‘মনিকা ও মাই ডার্লিং’, ‘পেডলার্স’ এবং ‘মরদ কো দরদ নেহি হোতা’র মতো সিনেমা পরিচালনা করেছিলেন। আগামী ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর