সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

ভারতে নির্বাচন

রিপোর্টারের নাম / ৯৮ টাইম ভিউ
Update : শুক্রবার, ১৭ মে, ২০২৪

।। শিতাংশু গুহ, নিউইয়র্ক ।।

 

ভারতে নির্বাচন চলছে। ভোটার মাত্র ৯৭ কোটি। নির্বাচন শুরু হয়েছে ১৯শে এপ্রিল, চলবে ১লা জুন পর্যন্ত। ফলাফল বেরুবে ৪ঠা জুন ২০২৪। নির্বাচন হচ্ছে ৫৪৩টি আসনে, ম্যাজিক নাম্বার ২৭২, যাঁরা জিতবেন, তাঁরা সরকার গঠন করবেন। ৪৪দিন ব্যাপী এ নির্বাচন, উৎসাহ-উদ্দীপনা আছে, খুনাখুনি নেই, ভোট ডাকাতি নেই, ভোটে জনগণের রায়ের প্রতিফলন ঘটে। এটি ‘লোকসভার’ নির্বাচন, দুই কক্ষ বিশিষ্ট আইন-পরিষদের নিন্ম কক্ষ হচ্ছে লোকসভা। লোকসভার নির্বাচন হলেও অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িষ্যা ও সিকিমে একই সাথে বিধান সভার নির্বাচন হচ্ছে। পূর্ববর্তী নির্বাচনটি হয়েছিলো এপ্রিল-মে ২০১৯-এ। ভোটে জিতে বিজেপি’র নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স) সরকার গঠন করে, মোদী ২য় বারের মত প্রধানমন্ত্রী হ’ন। ২০১৪ সাল থেকে বিজেপি ভারতে ক্ষমতাসীন আছে, ২৬শে মে ২০১৪ মোদী প্রথমবারের মত প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এবার জিতলে মোদী টানা তিনবার প্রধানমন্ত্রী হবেন।

বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের নির্বাচন এক এলাহী কারবার। নির্বাচন কমিশন স্বাধীন এবং প্রচন্ড ক্ষমতাশালী। অতীতে প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীকে পর্যন্ত আদালত পর্যন্ত আসতে বাধ্য করেছিলেন। মোদির ভারত এখন পরাশক্তি, বিশ্বে এর স্থান ষষ্ঠ। অর্থনীতি শক্তিশালী ভিতের ওপর প্রতিষ্ঠিত। ভারত একই সাথে আমেরিকা ও রাশিয়ার বন্ধু। নেহেরু ও ইন্দিরার পর মোদিই একমাত্র প্রধানমন্ত্রী দাপটের সাথে বিশ্ব দরবারে সমাসীন। মোদী ভারতকে নুতন উচ্চতায় নিয়ে গেছেন। মোদির ভারতে উন্নয়ন এখন দৃশ্যমান। মোদী ভারতকে চাঁদে নিয়ে গেছেন। প্রযুক্তিতে ভারত এখন প্রায় বিশ্বসেরা। মোদী আধুনিক ভারত গড়ছেন, অথচ তাঁর ক্ষমতার মূলশক্তি হিন্দুত্ববাদ। মোদী ভারতে হিন্দু পুনর্জাগরণ ঘটিয়েছেন। তিনি মন্দিরে পূজা দিয়ে মোদী বারাণসীতে (কাশী) মনোয়নপত্র জমা দেন, এবং বলেন, ‘আমি মা-গঙ্গার পুত্র’। যে রাজ্যে নির্বাচন সেই অনুসারে ভারতে দফায় দফায় মনোনয়ন জমা নেয়া হয়।

মোদী এবার জিতলে হয়তো ভারতে এবার ‘ইউনিফর্ম সিভিল কোড’ চালু হবে, অর্থাৎ সবার জন্যে এক আইন। বিদেশী খেদাতে এনআরসি লাগু হবার সম্ভবনা থাকবে। ভারতে নির্বাচন ব্যবস্থাটি ফেডারেল হলেও ফলাফল নির্ভর করে রাজ্যগুলোর ওপর। বিভিন্ন রাজ্যে কিছু আঞ্চলিক দল যথেষ্ট শক্তিশালী, এদের সাথে জোট বাঁধতে হয়, ক্ষমতার ভাগাভাগি করতে হয়। সর্বভারতীয় দল হিসাবে এখনো শুধুই বিজেপি ও কংগ্রেস। বিরোধী শিবিরে কংগ্রেসের সাথে আছে মমতা ব্যানার্জি’র তৃণমূল কংগ্রেস এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীলাল ও তার দল ‘আম-আদমী’। টিএমসি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন, আম-আদমী দিল্লি ও পাঞ্জাবে ক্ষমতাসীন। কেজরীলাল কিছুদিন আগে দুর্নীতি’র জন্যে গ্রেফতার হয়েছিলেন, সদ্য তিনি মুক্তি পেয়েছেন। মোদির জন্যে রাহুল গান্ধী যতটা না চিন্তার কারণ, এরচেয়ে ঢের বেশি বিব্রতকর হচ্ছেন মমতা ও কেজরীলাল। আম-আদমী ও তৃণমূল সর্বভারতীয় দল হয় উঠতে পারেনি।

ভারতীয় মিডিয়া, এক্সিট পোল বা সামাজিক মাধ্যমের সূত্র অনুযায়ী মোদী এবারকার নির্বাচনে বিরাট বিজয় পেতে যাচ্ছেন। বিজেপি জোট দুই-তৃতীয়াংশ আসন পেতে আগ্রহী ও আশাবাদী। সেটি হোক বা না-হোক বিজেপি একক সংখ্যাগরিষ্টতা পাচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। হিন্দুত্ববাদ এগিয়ে নিতে মোদী রাম-মন্দির উদবোধন করেছেন। অমিত শাহ বলেছেন, ৪শ’ আসন পেলে পাকিস্তান অধিকৃত ‘আজাদ কাশ্মীর’ ভারতের সাথে যোগ দেবে। জোটনিরপেক্ষ ভারত এখন কোয়াড-র সদস্য। জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের সাথে একত্রে চীনকে মোকাবেলা করছে। অপরদিকে ভারত ‘ব্রিক্সের’ও সদস্য। রাশিয়া-চীন-ভারত মিলে আমেরিকার ডলারকে কোনঠাসা করতে চাচ্ছে। মোদী চীনের সাথেও সম্পর্ক স্বাভাবিকীকরণের পক্ষে কাজ করছেন, চীনের উচ্চপদস্থ নেতা তার আমলেই ভারত সফর করেছেন। ৫শ’ ও এক হাজার রুপির নোট বাতিল করে মোদী অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছেন। তেমনি কাশ্মীর নীতি ঐ রাজ্যকে ধীরে ধীরে স্বাভাবিক করে তুলছে। তিন তালাক বাতিল করে মোদী মুসলিম নারীদের সম্মানের আসনে পৌঁছে দিয়েছেন।

বাংলাদেশে শেখ হাসিনা ও ভারতে নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকলে দুই দেশের লাভ। তেমন অঘটন না ঘটলে সেটিই হতে চলেছে। আগামী পাঁচ বছরে দুই দেশ এগিয়ে যাক, উপমহাদেশে শান্তি বিরাজ করুক।

 


English:

Elections in India

Shitangshu Caves, New York:

Elections are going on in India. Only 97 crore voters. Elections started on 19th April and will continue till 1st June. Result will be out on 4th June 2024. The election is being held in 543 seats, the magic number is 272, those who win will form the government. In this 44-day election, there is enthusiasm, there is no murder, there is no vote robbery, the people’s verdict is reflected in the vote. It is an election of the ‘Lok Sabha’, the lower house of the bicameral legislature being the Lok Sabha. While the Lok Sabha elections are being held in Andhra Pradesh, Arunachal Pradesh, Odisha and Sikkim, the Vidhan Sabha elections are also being held at the same time. The previous election was held in April-May 2019. The BJP-led NDA (National Democratic Alliance) formed the government after winning the elections, and Modi became Prime Minister for the second time. The BJP has been in power in India since 2014, on 26 May 2014 Modi was sworn in as Prime Minister for the first time. If he wins this time, Modi will become the prime minister for three consecutive terms.

Elections in India, the world’s largest democracy, are a divine affair. The Election Commission is independent and very powerful. In the past, Prime Minister Smt. Indira Gandhi was even forced to appear in court. Modi’s India is now a superpower, ranked sixth in the world. The economy is built on strong foundations. India is a friend of America and Russia at the same time. After Nehru and Indira, Modi is the only prime minister to sit in the world court with power. Modi has taken India to new heights. Development in Modi’s India is now visible. Modi took India to the moon. India is now almost world best in technology. Modi is building a modern India, but the core of his power is Hinduism. Modi has brought Hindu renaissance in India. He submitted his nomination papers to Modi in Varanasi (Kashi) after worshiping at the temple, and said, ‘I am the son of Mother Ganga’. According to the state in which the election is held in India, nominations are submitted phase by phase.

If Modi wins this time, maybe ‘Uniform Civil Code’ will be introduced in India, i.e. one law for all. NRC is likely to apply to foreign jobs. Although the electoral system in India is federal, the results depend on the states. Some regional parties in different states are strong enough to form alliances with them and share power. Only BJP and Congress are still the all-India parties. In the opposition camp, the Congress is joined by Mamata Banerjee’s Trinamool Congress and Delhi Chief Minister Arvind Kejri Lal and his Aam Aadmi party. TMC is in power in West Bengal, Aam Aadmi is in power in Delhi and Punjab. Kejri Lal was arrested for corruption some time ago, he was released recently. Mamata and Kejri Lal are more embarrassing than Rahul Gandhi for Modi. Aam Aadmi and Trinamool All India Party could not emerge.

According to Indian media, exit polls or social media sources, Modi is going to win big in this election. The BJP alliance is keen and hopeful of getting two-thirds of the seats. Be that as it may or not, the BJP looks set to get a single majority. Modi inaugurated Ram Temple to promote Hinduism. Amit Shah said that Pakistan occupied Azad Kashmir will join India if it gets 400 seats. Non-aligned India is now a member of the Quad. Japan, Australia, along with the United States are confronting China. On the other hand, India is also a member of ‘BRICS’. Russia-China-India together wants to destroy the American dollar. Modi has also been working to normalize relations with China, with China’s top leaders visiting India during his tenure. Modi has had a positive impact on the economy by demonetizing Rs 500 and Rs 1000 notes. Similarly Kashmir policy is gradually normalizing that state. By abolishing triple talaq, Modi has brought Muslim women to the seat of honor.

If Sheikh Hasina is in power in Bangladesh and Narendra Modi is in power in India, both countries will benefit. That’s what’s going to happen if nothing happens. Let the two countries move forward in the next five years, let there be peace in the subcontinent.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর