চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটের মূল্য নির্ধারণ করলো পিসিবি

দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠতে যাওয়া এ টুর্নামেন্টটি দেখা যাবে পাকিস্তানের তিনটি ভেন্যুতে। টুর্নামেন্টটি শুরুর আগে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া ম্যাচগুলোর টিকিটমূল্য প্রকাশ করেছে পিসিবি। যেখানে আইসিসির অন্যান্য মেগা টুর্নামেন্টগুলোর তুলনায় এই প্রতিযোগিতায় টিকিটের দাম কমই ধরেছে পিসিবি।-খবর তোলপাড়।
আয়োজক দেশটির তিন ভেন্যুতে টিকিটের সর্বনিম্ন দাম এক হাজার পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৭ টাকা। অথচ সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত ২০২৩ (ভারত) ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ (ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র) টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৬ ডলার বা ৭৩১ টাকা। তাও ওই দামটি ছিল তুলনামূলক দুর্বল দলের ম্যাচে। এমনকি সেসব টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচের টিকিটমূল্যও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ম্যাচের প্রায় সমান ছিল।
এদিকে, পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে সর্বোচ্চ ২৫ হাজার রুপি খরচ করতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৯২৮ টাকা। অথচ এর চেয়েও বেশি অঙ্কে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু ম্যাচে টিকিটের দামই শুরু হতো। যা গ্যালারির ক্যাটাগরি ভেদে আরও বড় অঙ্কে পৌঁছাতো। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচের টিকিটের দাম শুরু হয়েছিল সাড়ে ৩৯ হাজার টাকা থেকে। প্রথম শ্রেণি কিংবা ভিআইপি গ্যালারির দাম ছিল সর্বোচ্চ।
আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। মার্চ মাসের ৯ তারিখে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি।