শনিবার, ১৪ জুন ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নড়াইলে গৃহবধূর মরদেহ উদ্ধার স্বামী শহিদুল পলাতক কুড়িগ্রামে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মুত্যু রাজারহাটে উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে তাপদাহে মানুষের জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ কুড়িগ্রামে ৫ বছরের কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার নৈতিক শিক্ষা অর্জন ও ইসলামী মূল্যবোধ ধারণ করা সংগঠনের নামই হলো ছাত্র শিবির আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি পিরোজপুর জেলার ঈদ পুর্নমিলনী আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা নিখোঁজের একদিন পর স্কুল ছাত্র রবিনের লাশ উদ্ধার পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় কৃষক নিহত পীরগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

জবিতে চালু হচ্ছে চীনা ভাষা কোর্স

রিপোর্টারের নাম / ৭৪ টাইম ভিউ
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

সংবাদদাতা, জবি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ( আইএমএল) অধীনে চালু হচ্ছে চীনা ভাষা কোর্স। কোর্সটি চালু হবে আগামী জুলাই মাস থেকে, চালুর লক্ষ্যে সমঝোতা স্মরক ( MOU) স্বাক্ষরিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের মধ্যে।

রবিবার (১৩ এপ্রিল) জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম (পিএইচডি) এর উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক (চীনা ভাষা) ড. ইয়ং হুই ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উক্ত অনুষ্ঠানে ড. ইয়ং হুই বলেন, ‘চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা দুই দেশের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করতে চীনা ভাষা শিক্ষার উদ্যোগ নিয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে।’

এছাড়াও, চীনা ভাষা কোর্স বাস্তবায়নের কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, ‘বর্তমানে চীন ও বাংলাদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক যেভাবে এগোচ্ছে, তাতে চীনা ভাষা শিক্ষা সময়োপযোগী এবং কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। ভবিষ্যতে জবিতে দ্বিতীয় ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগর।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট ও বিভাগের পরিচালক ও চেয়ারম্যানগণ, ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের মি. ইয়িন জু, মি. রাও জিহাওসহ অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর