উলিপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম মিয়ার ইন্তেকাল

আব্দুল মালেক :
কুড়িগ্রামের উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম মিয়া (বিএসসি) আর নেই। শুক্রবার (৩০ মে) সকাল ১০ টায় উলিপুর পৌর শহরের জোদ্দারপাড়ায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৩ বছর। মৃত্যুকালে কালে দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি ব্যাপারী পাড়া এলাকার মৃত উজির উদ্দিন সরকারের প্রথম পুত্র।
শুক্রবার বাদ আসর উলিপুর এমএস স্কুল এন্ড কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ তার গ্রামের বাড়ি উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি, ব্যাপারী পাড়ায় নিয়ে আসা হয়। সন্ধ্যায় নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
এদিকে তার মৃত্যুতে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।