উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান

আব্দুল মালেক :
কুড়িগ্রামের উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৪ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২ জুন) বেলা কলেজ চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, করেন সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ আব্দুল ওয়াহিদ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, তৌফিকুর রহমান তরঙ্গ, আরাফাত আহমেদ রূপন, প্রীতম ঘোষ, সাজিদুর রহমান সেবিব ও ফারিহা আনজুম অর্পি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য ইউএনও বলেন, ‘শুধু ভালো ফল নয়, একজন শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে’।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি শিক্ষাবর্ষে ২৫ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুটেক্স, শাবিপ্রবিসহ বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।
আলোচনা সভা শেষে কৃতি ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও ফুল প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।