রাজারহাটে আগুনে পুড়ে একটি বাড়ি ভস্মিভুত, ৩লক্ষাধিক টাকা ক্ষতি
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বাড়ির তিনটি ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৩লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিসাধিত হয়েছে। বর্তমানে পরিবার খোলা আকাশের নীচে বসবাস করছেন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার(৯ মে) সকাল ৯টার উপজেলার চাকিরপশার ইউনিয়নের অর্জূণমিশ্র গ্রামের নুরইসলামের ছেলে রেজাউল হকের বাড়িতে।
ক্ষতিগ্রস্থ পরিবার এলাকাবাসীরা জানান, ওই বাড়িতে বৃহস্পতিবার(৯ মে) সকাল ৯টার দিকে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষনিকের মধ্যে আগুনের লেলিহান শিখায় পুরো বাড়ি প্রজ্বলিত হয়ে উঠে। বাড়ির লোকজনের আত্মচিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসতে ব্যর্থ হয়। খবর পেয়ে রাজারহাট থেকে দমকল বাহিনী এসে এলাকাবাসীর সহযোগীতায় প্রায় ঘন্টা খানেক পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এসময় আগুনে নগদ ৫হাজার টাকাসহ ৫ট টিনের ঘর, কয়েক মন ধান-চাল, আলমারি-খাট ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৩লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারটি জানিয়েছে।
ঘটনাটি ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম নিশ্চিত করেছেন।