বিটিভির খবর বেসরকারি টেলিভিশনে প্রচারের ‘প্রয়োজন নেই’

বুধবার বিটিভির মহাপরিচালক এবং সব বেসরকারি টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর ২টার খবর বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই বলে অভিমত দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।-খবর তোলপাড়।
উপদেষ্টার এই অভিমতের বিষয়টি বুধবার বিটিভির মহাপরিচালক এবং সব বেসরকারি টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে।
প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরের সই করা চিঠিতে বলা হয়, “বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর ২টার খবর বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই মর্মে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অভিমত ব্যক্ত করেছেন। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।”
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আশরোফা ইমদাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজই এই আদেশটি জারি করা হয়েছে।”
সরকারের নির্দেশনায় বিটিভির ২টার খবর সব বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়ে আসছিল। কখনও সরাসরি সম্প্রচারের সুযোগ না হলেও ধারণকৃত খবর পরে প্রচার করত টেলিভশন চ্যানেলগুলো।