রাজারহাটে বিভিন্ন মামলায় এক রাতে ৮ জন গ্রেফতার
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্রবার(২০ডিসেম্বর) রাতে বিভিন্ন মামলায় অভিযুক্ত ৮জনকে গ্রেফতার করে কুড়িগ্রাাম জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানান, সি আর ৬৭১/২৪ গ্রেফতারি পরোয়ানা মূলে উপজেলার সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের কসর আলীর ছেলে মোহাম্মদ ওয়াহেদ আলী ও আব্দুর রাজ্জাক, চান্দামারী গ্রামের আব্দুর রহমানের ছেলে আবুল কাশেম ও জাহিদুল ইসলাম, আব্দুল সালামের ছেলে আব্দুর রাজ্জাক, চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারি গ্রামের নসর উদ্দিনের ছেলে আদম আলী, নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন গ্রামের ওসমান আলীর ছেলে আব্দুর রহিম ও তার স্ত্রী মোছাঃ বেগমকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের সি আর ৬৭১/২৪ মামলার গ্রেফতারি পরোয়ানা থানায় পৌচ্ছিলে শুক্রবার(২০ডিসেম্বর) গভীর রাতে আমার নেতৃত্বে থানার কয়েকজন অফিসারও তাদের সঙ্গীয় ফোর্সদের সহযোগীতায় আসামীদের গ্রেফতার করা হয়। শনিবার(২১ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।