বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:০৫ অপরাহ্ন
সংবাদদাতা, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলার সাতঘড়িয়া গ্রামে কৃষক সোহবান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৪ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: আকরাম হোসেন এ আদেশ দেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন মো: ফায়জুর মোল্য (৫৫), ফসিয়ার মোল্যা (৬০), ফারুক মোল্য (৫৫), কামাল খা (৪৫) ও আশিকুজ্জামান (৫০)। দণ্ডপ্রাপ্ত সকল আসামীগন একই গ্রামের অধিবাসী। দণ্ডপ্রাপ্ত ফায়জুর মোল্য ও ফসিয়ার মোল্যা আপন দুই ভাই,তারা সাতঘড়িয়া গ্রামের মৃত জব্বার মোল্যার ছেলে। রায়ের সময় তিনজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজনের মধ্যে একজন পলাতক ও একজন মরা গেছেন।
মামলার বিবরণে জানা যায়, মামলার আসামী ও এজাহারকারীদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ২০১০ সালের ১০ এপ্রিল সকাল ৭টার সময় কালিয়া উপজেলার সাতঘড়িয়া গ্রামের কৃষক সোহবান ফারাজী তার জমিতে সেচ দেওয়ার জন্য ওদুদের দোকান থেকে ডিজেল কিনে ফেরার পথে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে সোহবান ফারাজী কে হত্যা করে।
এ ঘটনায় কালিয়া থানায় নিহতের ভাই জলিল ফারাজী ২৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ১৫ জনের সাক্ষ্য শেষে ২৪ আসামির মধ্যে ৫জনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৯ জনকে খালাস দেয়া হয়েছে।