সোমবার, ২০ মে ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম / ১৬ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

সংবাদদাতা, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের তিন উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (৬ মে) সংশ্লিষ্ট ৩টি ইউনিয়নের চেয়ারম্যান বজ্রপাতে মৃত্যুর এ খবরগুলো নিশ্চিত করেছেন।

জানা যায়, মুকসুদপুর উপজেলার হরসিত পান্ডের সদ্য এসএসসি পরিক্ষায় অংশ নেয়া অমৃত নিজেদের জমির ধান কেটে তা মাথায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে আহত হয় অমৃত। উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়।

অপরদিকে, কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের পাথরগ্রামের মিহির ঠিকাদারের বাড়িতে খুলনার বৈঠিয়াঘাটা এলাকা থেকে ধান কাটতে আসা শ্রমিক সুকান্ত বজ্রপাতে নিহত হন।

এ ছাড়াও কোটালীপাড়া উপজেলার আমতলী গ্রামের কাশেম আলীর ছেলে আলমগীর শেখ পাশের গ্রাম চর গোপালপুরে ধান কাটতে গিয়ে সেখানে বজ্রপাতে নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর