বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:১০ অপরাহ্ন
সংবাদদাতা, জামালপুর:
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার প্রধান আসামি ও সাধুরপাড়া ইউনিয়নের সদ্য বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর একটি অডিও ভাইরাল হয়েছে। ওই রেকর্ডে নাদিমকে দেখে নেয়ার ব্যাপারে দলীয় নেতাদের মৌন সম্মতির প্রত্যাশা করতে শোনা যায়।
মঙ্গলবার (২০ জুন) সকাল থেকে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে।
২৬ সেকেন্ডের এই রেকর্ডে মাহমুদুল আলম বাবুকে বলতে শোনা যায়, ‘নাদিম সাংবাদিককে… আমি মনে করব এর জন্য দায়-দায়িত্ব উপজেলা আওয়ামী লীগের। নাদিম সাংবাদিককে ঠিক করতে ১ মিনিটের বিষয়, আমি যামু ওরে শাসন করতে। আবার যদি উপজেলা আওয়ামী লীগ হাউ হাউ করে হাসে যে, বাবু বিপদে পড়ছে, পড়ুক’!
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, উপজেলা আওয়ামী লীগের কোনো এক বৈঠকে বাবু এ বক্তব্যটি দিয়েছিলেন।
নাদিমের সহকর্মী সাংবাদিক ইমদাদুল হক লালন বলেন, ‘ভাইরাল হওয়া অডিওটির কণ্ঠ মাহমুদুল হক বাবুর। নাদিমকে হামলার আগে তিনি আওয়ামী লীগের দলীয় অফিসে বসে এ বক্তব্য দিয়েছিলেন।’
উল্লেখ্য, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সদ্য বহিষ্কৃত) মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন বাংলানিউজ২৪ ডটকমের জেলা প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি নাদিম। পরদিন বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় ইতোমধ্যেই বাবু চেয়ারম্যানকে র্যাব গ্রেপ্তারের পর আদালত তাকে ৫ দিনসহ গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন। বাবুকে দলীয় পদ ও চেয়ারম্যান পদ থেকেও বরখাস্ত করা হয়েছে।