রাজারহাটে ১১৩টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা
প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে এবারে ১১৩টি মন্ডপে আসন্ন শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে পুজা মন্ডপে নিছিদ্র নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩০সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, সেনা ও পুলিশ কর্মকর্তা ছাড়াও ইউপি চেয়ারম্যান গণ।
আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে দূর্গাপূজা সমাপ্ত হবে।
উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনের পাশাপাশি পূজা মন্ডপগুলোতে সিসি ক্যামেরায় আওতাভুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।