শিরোনাম
জাতীয় পাখি

———-সরকার অরুণ যদু
ও…… আমার জাতীয় পাখি
কালো কাঁজলে দু’ টি আঁখি,
খাও কী তুমি?
পোকা ভরা ভূমি।
নাচো পূচ্ছ তুলে
সাথী হারাও ভুলে,
অদুরে বাজছে সংগীতে
ডাকো তুমি বসে পাতাতে।
চোখ দু’ টি কী যেনো বলে
বাতাসের কানে কীসের ছলে,
চাঁদ- সূর্য্য হাসে ক্ষনে ক্ষনে
সাথী পাখিদের দূর মিলনে।
বেঁধেছো বাসা প্রীতিডোরে
প্রেমখানি জলে ভাসে টই- টম্বুরে,
বিলে খেলা করে তোমার স্বজন
নৌকা চলে জলে পানকৌড়ির মিলন।
জলের ঘায়ে ঝিলে শাপলা ফুটে
নব বঁধূ স্নানে মত্ত বিল তটে।
কবি: সাংবাদিক ও সাহিত্যিক
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর






