রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশান ও মন্দির থেকে লাশ উদ্ধার, তৈজসপত্র চুরি উলিপ‌ুরে ‌যৌতুক ও বাল‌্য বি‌য়ে রো‌ধে স‌চেতনতামূলক উঠান বৈঠক উলিপুরে ছিনতাই হ‌ওয়া ৭টি ম‌হিষ উদ্ধার ‘শাটডাউন’ ঠেকাতে শেষমেশ বিল পাস করল যুক্তরাষ্ট্র বিদেশগামী যাত্রী ও অ্যাম্বুলেন্স সেনানিবাসের ভেতর দিয়ে চলাচলের পরামর্শ চাঁদাবাজদের ধরতে দু-তিনদিনের মধ্যেই অভিযান রাহাত ফতেহ আলীর কনসার্টে হাসিনার ফাঁসি চেয়ে স্লোগান নির্বাচন আয়োজনের পর নিজের কাজে ফিরে যাবে ড. ইউনূস চ্যাম্পিয়নস ট্রফি: প্রথম ম্যাচেই ভারতের মুখোমুখি বাংলাদেশ! ভারত সরকার আমাদের দেশের স্বার্থ বিলীন করে দিয়েছে জানিয়েছে চরমোনাই পীর

ব্রিসবেন টেস্ট ড্র

রিপোর্টারের নাম / ৫ টাইম ভিউ
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের শেষটাও হলো বৃষ্টি দিয়েই। অজিদের দেয়া ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত স্কোরবোর্ডে ৮ রান তুলতেই আলোকস্বল্পতার কারণে বন্ধ হয় খেলা। এরপর নামে ঝুম বৃষ্টি। তুমুল বর্ষণের কারণে খেলা আর মাঠে গড়ায়নি। দুই দলই এরপর ড্রয়ের সিদ্ধান্তই মেনে নিয়েছে।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ড্র হওয়ায় তিন ম্যাচ পর বোর্ডার-গাভাস্কার সিরিজে দুই দলই এখন ১-১ সমতায়। এদিকে ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে অনবদ্য এক সেঞ্চুরি করার ম্যাচসেরা হয়েছে ট্রাভিস হেড। এর আগে অ্যাডিলেড টেস্টেও তিনিই ম্যাচসেরা হয়েছিলেন।-খবর তোলপাড়।

দুই দলের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬-৩০ ডিসেম্বর, বক্সিং ডে টেস্টটি হবে মেলবোর্নে। এদিকে ব্রিসবেন টেস্ট ড্র হওয়ায় এ ফল মেনে নেয়া অজিদের জন্য কিছুটা কঠিন হবে বলেই ধারণা করা হচ্ছে। দ্বিতীয় দিনে ব্যাত হাতে দুর্দান্ত পারফর্ম্যান্সের বল ভারতের ব্যাটিং অর্ডারেও ধ্বস নামিয়েছিলেন মিচেল স্টার্ক-জশ হ্যাজলউডরা। তবে বারবার বৃষ্টির বাধায় এবং ব্যাত হাতে ভারতীয় টেইলএন্ডার ব্যাটারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ড্রয়ের দিকেই এগোয় ম্যাচটি।

৯ উইকেটে ২৫২ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে জস্প্রীত বুমরা ও আকাশ দ্বীপ আজ ৫ম দিনে স্কোরবোর্ডে আরও ৮ রান যোগ করেন। ভারত ২৬০ রানে অল আউট হলে ১৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। তবে বুমরা-মোহাম্মদ সিরাজদের তোপে দিশেহারা হতে হয়েছে অজিদের।

দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার শুরুটাই হয়েছে বাজে। অভিজ্ঞ ওপেনার উসমান খাজা এবারও জ্বলে ওঠতে পারেননি, বুমরার বলে বোল্ড হয়ে দলীয় ১১ রানেই তিনি সাজঘরে ফিরেন। তরুণ ওপেনার নাথান ম্যাকসুয়েনিও আউট হন ব্যক্তিগত ৪ রানে। এর আগেই সাজঘরে ফিরেন মার্নাস লাবুশেন।

দ্রুত রান তোলার কথা বিবেচনায় রেখেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেছিল অজিরা। তবে তা কাজে দেয়নি। মার্নাস লাবুশেন, ট্রাভিস হেড, মিচেল মার্শরা দলের হাল ধরতে পারেননি। লাবুশেন-মার্শ দুই অঙ্ক ছুঁতে না পারলেও হেড করেছেন ১৭ রান।

সাতে নেমে সিটভেন স্মিথও চেনা ছন্দে খেলতে পারেননি, তিনি আউট হন ৪ রানে। ফলে ৩৩ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করে ৮৯ রানে ৭ উইকেট নিয়ে, অ্যালেক্স ক্যারি ২০ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন।

অস্ট্রেলিয়া ৮৯ রানে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৭৫ রানের। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন বুমরা, সিরাজ-আকাশ নিয়েছে ২টি করে উইকেট। এদিকে লক্ষ্য তাড়া করতে নেমে ভারত স্কোরবোর্ডে ৮ রান তুলতেই আলোকস্বল্পতার কারণে বন্ধ হয়ে খেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর